প্রতারক চক্রের ভুয়া ফোনকল হতে সাবধান
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, উপজেলা মৎস্য দপ্তর হতে বন্যায় ক্ষতিগ্রস্থ মাছচাষীদের প্রণোদনা দেওয়া হবে বলে ভেসে যাওয়া পুকুরের তথ্য চেয়ে মাছচাষী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে ভুয়া ফোনকল করা হচ্ছে। এতে মাছচাষীদের প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে প্রতীয়মান। এ অবস্থায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য নাগেশ্বরী মৎস্য দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। বর্তমানে মৎস্য দপ্তর হতে মাছচাষীদের প্রণোদনা প্রদানের কোন কার্যক্রম চলমান নাই। কেউ প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবী করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা মৎস্য দপ্তরকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস