Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


বড়মানি ছোটমানি বিল

                              বিলের নামঃ বড়মানি ছোটমানি বিল


বিষয়

তথ্যাদি

বিলের নাম

বড়মানি ছোটমানি বিল

বিলের মালিকানা

সরকারি

নামকরণের ইতিহাস

জানা নাই

বিলের অবস্থান

গ্রামঃ বড়মানি কুড়ারপাড়, মৌজাঃ তেলিয়ানি, ইউনিয়নঃ বামনডাঙ্গা, উপজেলাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম।

 ভৌগোলিক অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ)

অক্ষাংশঃ ২৫৫৯˝০˜ উত্তর অক্ষাংশ এবং

দ্রাঘিমাংশঃ ৮৯৪২˝৪৫˜ পূর্ব দ্রাঘিমাংশ

বিলের আয়তন(হেক্টর)

১.২৫ হেক্টর (শুস্ক মৌসুমে-০.৬৬ হে., বর্ষা মৌসুমে-১.২৬ হে.)

বিলের ধরন

বাৎসরিক

পানির গভীরতা

২০ ফুট (শুস্ক মৌসুমে-১০ ফুট, বর্ষা মৌসুমে-৩০ ফুট)

বিলের অবস্থা

খালে সাথে সংযুক্ত( খালের নামঃ অন্তাই খাল)

বিলে বর্তমান মৎস্য কার্যক্রম

ইজারাভূক্ত (সমিতির মাধ্যমে মাছ চাষ হয়)

বিলে প্রাপ্ত/মজুদকৃত/চাষকৃত মাছের প্রজাতি

সিলভারকার্প, বিগহেডকার্প, রুই, মৃগেল, কাতলা, গ্রাসকার্প, কমনকার্প, সরপুটি, বাটা

বিলে প্রাপ্ত দেশীয় মাছের প্রজাতি

শিং, মাগুর, শোল, বোয়াল, চিতল, টেংরা, গচি, পুটি, খরকাটি, টাকি, ধুতুরা, চেলা, বালিয়া, মলা, খাটা

বিলে প্রাপ্ত দুর্ভল মাছের প্রজাতি

-

বিলের প্রসিদ্ধ মাছ

-

বিলে প্রাপ্ত অন্যান্য জলজ প্রাণি

চিংড়ী, কাঁকড়া, কুচিয়া

বিলে প্রাপ্ত জলজ আগাছা

কচুরিপানা, ক্ষার, কলমি

বিলে সুফলভোগীর সংখ্যা

৫২৮ জন (মৎস্যজীবী-২০ জন, মৎস্য চাষী-৮ জন্, অন্যান্য-৫০০ জন)

ব্যবহৃত মাছ ধরার সরঞ্জামাদি

বেড় জাল, খেতা জাল

২০২১ সালে মাছের উৎপাদন

৬ মে.টন (দেশীয় ছোট মাছ-১ মে.টন, কার্প-৫ মে.টন)

বিলে মৎস্য অভয়াশ্রম

নাই

বিলে বিল নার্সারি কার্যক্রম

নাই

বিদ্যমান সমস্যা

-বিল নার্সারি পুকুর না থাকা

সম্ভাবনার ক্ষেত্র

 -বিল নার্সারি কাযক্রমের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।