Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত জাটকা ইলিশ (২৫ সেমি এর ছোট ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


মতিছড়া বিল

                           বিলের নামঃ মতিছড়া বিল


বিষয়

তথ্যাদি

বিলের নাম

মতিছড়া  বিল

বিলের মালিকানা

সরকারি

নামকরণের ইতিহাস

জানা নাই

বিলের অবস্থান

গ্রামঃ সরকারটারী, মৌজাঃ কচারদ্বারা, ইউনিয়নঃ কেদার, উপজেলাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম।

 ভৌগোলিক অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ)

অক্ষাংশঃ ২৬০˝৪˜ উত্তর অক্ষাংশ এবং

দ্রাঘিমাংশঃ ৮৯৪৭˝১০˜ পূর্ব দ্রাঘিমাংশ

বিলের আয়তন(হেক্টর)

১৮ হেক্টর (শুস্ক মৌসুমে-২.৬৭ হে., বর্ষা মৌসুমে-৮.০১হে.)

বিলের ধরন

বাৎসরিক

পানির গভীরতা

৯.৫ ফুট (শুস্ক মৌসুমে-৪ ফুট, বর্ষা মৌসুমে-১৫ ফুট)

বিলের অবস্থা

নদীর সাথে সংযুক্ত(নদীর নাম:সংকোষ নদী)

বিলে বর্তমান মৎস্য কার্যক্রম

ইজারাভূক্ত  (সমিতির মাধ্যমে মাছ চাষ)

বিলে প্রাপ্ত/মজুদকৃত/চাষকৃত মাছের প্রজাতি

সিলভারকার্প, বিগহেডকার্প, রুই, গ্রাসকার্প, কমনকার্প, বাটা, মৃগেল, কাতলা

বিলে প্রাপ্ত দেশীয় মাছের প্রজাতি

শিং, কর্তি, শোল, বোয়াল, চিতল, টেংরা, গচি, পুটি, টাকি, ধুতুরা, চেলা

বিলে প্রাপ্ত দুর্ভল মাছের প্রজাতি

-

বিলের প্রসিদ্ধ মাছ

-

বিলে প্রাপ্ত অন্যান্য জলজ প্রাণি

চিংড়ী, কাঁকড়া

বিলে প্রাপ্ত জলজ আগাছা

কচুরিপানা, ক্ষার

বিলে সুফলভোগীর সংখ্যা

৩২৩ জন (মৎস্যজীবী-২৩ জন, মৎস্য চাষী-০০ জন্, অন্যান্য-৩০০ জন)

ব্যবহৃত মাছ ধরার সরঞ্জামাদি

বেড় জাল, খেতা জাল

২০২১ সালে মাছের উৎপাদন

১৭ মে.টন (দেশীয় ছোট মাছ-৩ মে.টন, কার্প-১৪ মে.টন)

বিলে মৎস্য অভয়াশ্রম

নাই

বিলে বিল নার্সারি কার্যক্রম

নাই

বিদ্যমান সমস্যা

-বিল নার্সারি কাযক্রমের জন্য উপযুক্ত পুকুর না থাকা।

-স্থানীয় জনগণ কর্তৃক জোড়পূর্বকভাবে মাছ ধরা হয়।

সম্ভাবনার ক্ষেত্র

-বিলটি পুনঃখনন করে নার্সারি পুকুরের ব্যাবস্থা করা গেলে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।