Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা ১৭। প্রতিকার

সমস্যা ১৭। সিলভার, বিগহেড ও কাতলা মাছ সমান অনুপাতে মজুদ আছে। বিগহেড ও কাতলা মাছের বৃদ্ধি সন্তোষজনক হচ্ছে না।


কারণঃ বিগহেড ও কাতলা মাছের খাদ্যাভাস একই রকম। খাদ্য নিয়ে প্রতিযোগিতার কারনে বৃদ্ধি ঠিকমত হয় না।


প্রতিকারঃ

একই পুকুরে সিলভার কার্প, বিগহেড ও কাতলা পোনা মজুদ ঠিক না । কতলা ও বিগহেডের খাবার ও খাদ্যাভ্যাস প্রায়ই একই। সিলভার কার্প পুকুরের প্রাকৃতিক খাদ্য হিসেবে ফাইটোপ্যাঙ্কটন গ্রহণ করে। আবার কাতলা ও বিগহেডের প্রাকৃতিক খাবার হচ্ছে প্রধানত প্রাণী প্যাঙ্কটন। সাধারণত একটি জলাশয়ে উদ্ভিদ প্যাঙ্কটন জন্মের পর পুকুরে প্রাণী প্যাঙ্কটন জন্মে। পুকুরে সিলভার কার্প মাছের মজুদ ঘনত্ব বেশি হলে পুকুরে উৎপাদিত উদ্ভিদ প্যাঙ্কটন সিলভার কার্প খেয়ে ফেলে ফলে প্রাণি প্যাঙ্কটনের জন্য কোন অবশিষ্ট থাকে না, ফলে প্রাণী প্যাঙ্কটন প্রাকৃতিক খাবার অভাবে মারা যায় অথবা প্রাণী প্লাংটন জন্মানোর কোন সুযোগ থাকে না। ফলে কাতলা বা বিগহেড মাছের প্রাকৃতিক খাবার না থাকার জন্য কাতলা বা বিগহেড মাছের বৃদ্ধি সন্তোষজনক হয় না। এ সমস্যা নিরসনের জন্য একই পুকরে বিগহেড কার্প ও কাতলা মজুদ না করা শ্রেয়। পুকুরে মাছ মজুুদের সময় সিলভার কার্প ও বিগহেড বা কাতলা মাছের মজুদ ঘনত্ব কম বেশি করা প্রয়োজন। এক্ষেত্রে, কাতলা / বিগহেডের সাথে সিলভারের মজুদ ঘনত্বের অনুপাত ৮:২ করা যেতে পারে। এই অনুপাতে মজুদ করা হলে প্রাকৃতিকভাবে উৎপাদিত উদ্ভিদ প্যাঙ্কটন বা প্রাণী প্যাঙ্কটনের আনুপাতিক ঘনত্ব ঠিক থাকে এবং সিলভার, বিগহেড কার্প বা কাতলা মাছের বৃদ্ধিও সন্তোষজনক হয় ।


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd