Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা ১৮। প্রতিকার

সমস্যা-১৮। পুকুরে জৈব ও অজৈব উভয় সার প্রয়োগ করার পরও প্রাকৃতিক খাদ্য হচ্ছে না। পুকুরের তলায় প্রচুর শামুক ও ঝিনুক দেখা যাচ্ছে। করণীয় কী?


কারণঃ পুকুরের তলদেশের তলায় শামুক বা ঝিনুক হলে জৈব ও অজৈব সার ব্যবহারে কোন কাজে আসে না। প্রাকৃতিক খাবার উৎপাদনে পুষ্টির সংকট দেখা দেয়। তাই শামুক ও ঝিনুক নিয়ন্ত্রণ করতে হবে।


প্রতিকারঃ


  • বিঘা প্রতি বড় আকারের ৪-৫ টি ব্লাক কার্পের পোনা ছাড়তে হবে।
  • নারিকেল বা তালের শুকনো ডাল পুকুরের পানিতে ফেলে রেখে এক দু-দিন পর পর পুকুর থেকে উঠিয়ে ফেলে নিয়ন্ত্রণ করা যায়। 
  • পুকুর প্রস্তুতকালীন সময়ে প্রতি শতাংশে ৩-৪ ফুট পানির জন্য ৭৫০ গ্রাম হতে ১ কেজি ব্লিচিং পাউডার ও ৫০০ গ্রাম ইউরিয়া সার একত্রে প্রয়োগ করলে এক সপ্তাহের মধ্যে শামুক ও ঝিনুক নিয়ন্ত্রণ করা যায়।


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd