Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা-২০। প্রতিকার

সমস্যা-১৯ নভেম্বর মাসের শুরুতে রুই, কাতলা ও মৃগেল মাছের শরীরে লাল লাল দাগ দেখা যায়। দিন দিন লাল লাল দাগের মাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে মাছ মারা যেতে থাকে । করণীয় কী?


কারণঃ সাধারণত শীতের সময় পানির তাপমাত্রা কমে গেলে এবং পানির পিএইচ এর মান কমে গেলে প্রথমে ছত্রাক মাছকে আক্রমন করে। পরবর্তীতে ব্যাকটেরিয়া ও ভাইরাস আক্রমন করে। ফলে মাছের শরীরে ক্ষত রোগের সৃষ্টি হয়।


প্রতিকারঃ

  • প্রতি শতকে ৫০০ গ্রাম চুন ও ৫০০ গ্রাম লবণ প্রয়োগ করতে হবে।
  • প্রতি কেজি খাদ্যে ৭০ মিলিগ্রাম অক্সিটেট্রাসাইক্লিন ৫-১০ দিন প্রয়োগ করতে হবে।
  • পুকুরে ৩৫ গ্রাম/শতাংশ/৩০ সেমি পানি হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োগ।