সমস্যা-২১। পুকুরে কোন কোন সময় সম্পূরক খাদ্য প্রয়োগ করা যেতে পারে?
সমাধানঃ শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতে সাধারণত সকাল ১০ হতে ১১ টার মধ্যে জলাশয়ে মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ করা যেতে পারে। কারণ, এ সময় পুকুরে পানি ও দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সন্তোষজনক পর্যায়ে থাকে। তবে, শীতকালে পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগের আগে পুকুরের পানির তাপমাত্রা পর্যবেক্ষণের পর সম্পূরক খাদ্য প্রয়োগ উত্তম। পুকুরের পানির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে হলে পুকুরে স্বাভাবিক নিয়মে সম্পূরক খাদ্য প্রয়োগ করা যেতে পারে। পুকুরের পানির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হলে মাছের মোট ওজনের শতকরা ১ হতে ১.৫০ হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করা যেতে পারে। তবে এর চেয়ে কম তাপমাত্রা হলে পুকুরে সম্পূরক খাদ্য না প্রয়োগ করা উত্তম। শীতকালে পুকুরে পানির তাপমাত্রা বৃদ্ধির জন্য গভীর বা অগভীর নলকূপের পানি দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা যেতে পারে। সাধারণত অমাবশ্যা বা পূর্ণিমায় গভীর বা অগভীর নলকূপের পর্যাপ্ত পানি ঝরনার আকারে পুকুরে সরবরাহের ব্যবস্থা করলে পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি হয় এবং পুকুরে পানির তাপমাত্রা সারা মাস সহনশীল মাত্রায় থাকে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস