সমস্যা-২২। পুকুরে সার প্রয়োগ করার পর প্রাকৃতিক খাদ্য বেশি দিন স্থায়ী হয় না। এছাড়া, পুকুরে পানির রং প্রায় সময় ঘোলা থাকে। করণীয় কী?
সমাধানঃ সাধারণত এটেল ও লাল মাটির পুকুরে এ সমস্যা হতে পারে। পুকুরে ক্ষারত্ব ও ক্ষারকত্ত্বতের বৈসাদৃশ্য থাকলে এ ধরণের সমস্যা হতে পারে। এক্ষেত্রে, পুকুরে চুন বা চুন জাতীয় দ্রব্য প্রয়োগের পর প্রতি শতকে ০.৫০ হতে ১.০০ কেজি হারে জিপসাম সার প্রয়োগ করা যেতে পারে। পুকুরে পাড়ে ঘাস লাগিয়ে দেয়া যেতে পারে, যাতে বৃষ্টির খোলা পানি সরাসরি পুকুরে না পড়ে। এছাড়া, বৃষ্টির পর প্রতি শতকে ০.২৫ কেজি হতে ০.৩০ গ্রাম হারে চুন প্রয়োগ করা যেতে পারে। চাষকালীন সময়ে উপরোক্ত রাসায়নিক প্রয়োগের পর বিঘা প্রতি ৬ কেজি টিএসপি এবং ২ হতে ৩ কেজি ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস