Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা-২৪। প্রতিকার

সমস্যা-২৪। পুকুরের পানির রং কালো কালো। সকালে করে মাছ ভাসে। করণীয় কী?


কারণঃ পানির অ্যামোনিয়ার পরিমান বেড়ে গেলে পানি কালচে বর্ণ ধারণ করে।


প্রতিকারঃ

  • খাবার লবণ শতাংশ প্রতি ২৫০ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।
  • শতকে ২৫০ গ্রাম চুন ও ১৫০ গ্রাম জিওলাইট এবং ৩-৫ মিলি হারে ইউকা নির্যাস প্রয়োগ করতে হবে।
  • অ্যামোনিল-৩ মিলি/শতক বা বায়ো এ্যাকুয়া প্লাস-২ মিলি/শতক পানিতে সরাসরি ছিটিয়ে দিতে হবে।
  • ঔষধ প্রয়োগের ৫-৭ দিন পর প্রতি শতকে ২০০ গ্রাম টিএসপি ও ২০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd