Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা-২৫। প্রতিকার

সমস্যা-২৫। লেজ ও পাখনায় লাল রং এর ক্ষত চিহ্ন দেখা যায় এবং পাখনা ছিঁড়ে সাদা হয়ে গেছে। করণীয় কী?


কারণঃ অ্যারোমোনাস ও মিক্সব্যাকটার গ্রুপের ব্যাকটেরিয়ার দ্বারা প্রধানত: এ রোগ ছড়ায়। মাছের মজুদ ঘনত্ব বেশি ও পুকুরের তলায় অতিরিক্ত জৈব পদার্থ থাকলে এ রোগের প্রাদুর্ভাব হয়।


প্রতিকারঃ

  • প্রতি কেজি খাবারের সাথে ৫০-৭৫ মিলিগ্রাম হারে অক্সিসেনটিন-২০ বা রেনামাইসিন দুই সপ্তাহ প্রয়োগ। অথবা
  • পুকুরের পানিতে শতাংশ প্রতি ১ ফুট পানির গভীরতার জন্য ২৫ গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ৬ গ্রাম তুঁতে ব্যবহার করে এর প্রতিকার পাওয়া যায়।
  • প্রতি বিঘায় ৩ ফুট পানির গভীরতায় ১৫০ মিলি হারে পোভিন বা ভায়োডিন প্রয়োগ করা যায়। প্রথম দিন প্রয়োগের পরের দিন পুনরায় ৫০ মিলি হাবে প্রয়োগে অধিক ফল পাওয়া যায়।
  • ১৫ পিপিএম হিসেবে অক্সিটেট্রাসাইক্লিন পুকুরে প্রয়োগ করা যায়
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd