Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা-২৬। প্রতিকার

সমস্যা-২৬। মাছের দেহের বিভিন্ন অংশে ঘা বা ক্ষত হয়েছে। করণীয় কী?


কারণঃ পানির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসএর নিচে নেমে গেলেএবং পানির পিএইচ ৭এর কম হলে প্রথমে ছত্রাক ও পরে ব্যাকটেরিয়া ও অন্যান্য পরজীবীরআক্রমনে ক্ষত রোগ হয়।


প্রতিকারঃ

  • আশ্বিন বা কার্তিক মাসে প্রতি শতকে তিন ফুট পানির গড় গভীর জন্য ৫০০ গ্রাম চুন ও ৫০০ গ্রাম লবন প্রয়োগ করলে আসন্ন ম ক্ষত রোগের পাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া যায় ।
  • চাষকালীণ সময়ে প্রতি মাসে শতাংশ প্রতি ২৫০ গ্রাম চুন ও ২৫০ লবন ব্যবহার করলে রোগ বালাই অনেকাংশে কমে যায়।
  • আক্রান্ত মাছের পুকুরে শতাংশ প্রতি ০.৫ কেজি চুন ও ০.৫ হারে লবন তিন সপ্তাহে তিন বার প্রয়োগ। 
  • প্রতি কেজি খাবারের সাথে ৫০ মিলিগ্রাম হারে অক্সিটেট্রাসাইক্লিন বা রেনামাইসিন দুই সপ্তাহ প্রয়োগ। অথবা 
  • পুকুরে ৩৫ গ্রাম/শতাংশ/৩০ সেমি পানি হিসেবে পটাশিয়াম

    পারম্যাঙ্গানেট প্রয়োগ ।


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd