Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা-২৭। প্রতিকার

সমস্যা-২৭। মাছের পেট ফুলে যায় এবং পানির উপর ভাসতে থাকে। করণীয় কী?


কারণঃ অ্যারোমোনাস জাতীয় ব্যাক্টেরিয়া এ রোগের কারণ। একে পেট ফোলা বা ড্রপসি রোগ বলে।


প্রতিকারঃ 

  • শতাংশ প্রতি ৫০০ গ্রাম হারে চুন প্রয়োগ।
  • ৭-১০ দিন ১ কেজি খাবারের সাথে ২৫০ মিলিগ্রাম হারে রেনামাইসিন পাউডার প্রয়োগ করতে হবে।
  • সম্পুরক খাদ্যে ফিল মিল ১০-২০ ভাগ হরে প্রয়োগ করতে হবে।
  • গভীর বা অগভীর নলকুপের পানি দিয়ে জলাশয়ের পরিবেশ উন্নয়ন করা যেতে পারে। 
  • প্রতি ১০০ কেজি মাছের জন্য ৪ গ্রাম হিসেবে টেট্রাসাইক্লিন ভেট প্রিপারেশন পাউডার সম পরিমান সয়াবিন তেলে মাখিয়ে নিয়ে (পানি নিরোধ করে) ৪ দি খাবারের সঙ্গে সমসত্বভাবে মিশিয়ে দিনে একবার খাওয়াতে হবে। এভাবে রোগের মাত্রার উপর নির্ভর করে ৪-৭ দিন খাওয়াতে হবে।


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd