সমস্যা-২৮। পুকুরের পানির গভীরতা ২০-২৫ ফুট। কার্প জাতীয় মাছ চাষ করা হচ্ছে। মৃগেল মাছ মারা যাচ্ছে। কি কারণ ও করণীয় কী?
কারণঃ চাষের পুকুরের পানির গভীরতা ৭ ফুটের বেশি হওয়া উচিত নয়। অতিরিক্ত গভীরতার কারণে পুকুরের তলদেশে সম্পূরক খাদ্য, প্রাণির মলমূত্র ও মৃত জলজ উদ্ভিদ জমা হয়। গভীরতা বেশি হওয়ার কারণে এসব জৈব পদার্থ জৌবভূতাত্বিকচক্রের মাধ্যমে পচনের পর খাদ্য উৎপাদনের জন্য উপরে আসতে পারে না। ফলে অতিরিক্ত জৈব পদার্থের কারনে পানির রং কালচে বর্ণ ধারণ করে। এ অবস্থায় পানিতে অক্সিজেনের মাত্রা খুবই কমে যায়। নিচের স্তরের মাছ মারা যায়।
প্রতিকারঃ
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস