Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত জাটকা ইলিশ (২৫ সেমি এর ছোট ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


সমস্যা-২৮। প্রতিকার

সমস্যা-২৮। পুকুরের পানির গভীরতা ২০-২৫ ফুট। কার্প জাতীয় মাছ চাষ করা হচ্ছে। মৃগেল মাছ মারা যাচ্ছে। কি কারণ ও করণীয় কী?


কারণঃ চাষের পুকুরের পানির গভীরতা ৭ ফুটের বেশি হওয়া উচিত নয়। অতিরিক্ত গভীরতার কারণে পুকুরের তলদেশে সম্পূরক খাদ্য, প্রাণির মলমূত্র ও মৃত জলজ উদ্ভিদ জমা হয়। গভীরতা বেশি হওয়ার কারণে এসব জৈব পদার্থ জৌবভূতাত্বিকচক্রের মাধ্যমে পচনের পর খাদ্য উৎপাদনের জন্য উপরে আসতে পারে না। ফলে অতিরিক্ত জৈব পদার্থের কারনে পানির রং কালচে বর্ণ ধারণ করে। এ অবস্থায় পানিতে অক্সিজেনের মাত্রা খুবই কমে যায়। নিচের স্তরের মাছ মারা যায়।


প্রতিকারঃ

  • এমন গভীর পুকুরে মাছচাষের শুরুতে চুনের পরিবর্তে বিঘা প্রতি ১০ থেকে ১৫ কেজি হারে ব্লিচিং পাউডার প্রয়োগ করা যেতে পারে। 
  • জলাশয়ের পরিবেশ উন্নয়নের জন্য প্রতি বিঘায় ১৫ কেজি হারে জিওটক্স বা ২৫ কেজি হারে জিওলাইট ব্যবহার করা যেতে পারে। 
  • সেই সাথে ৭০ গ্রাম হারে অ্যামোনিল বা গ্যাসোনিল ব্যবহার করা যেতে পারে।




বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd