সমস্যা-২৯। একজন খামারীর পুকুরে রুই জাতীয় মাছ চাষ করেন। শেষরাতের দিকে এক সপ্তাহ হতে পুকুরে মাছ ভাসে। তার খামারের আশপাশে পানি সরবরাহের কোন ব্যবস্থা নাই। তার কাছে তাৎক্ষনিকভাবে অক্সিজেন বৃদ্ধির কোন রাসায়নিক দ্রব্য নাই। খামারীর খামারে একটি শ্যালো মেশিন আছে, যা দিয়ে সে মাঝেমধ্যে এক পুকুর হতে আরেক পুকুরে পানি সেচের কাজে ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেয়া যেতে পারে।
কারণঃ শেষরাতে পুকুরে সাধারণত দ্রবীভূত অক্সিজেন স্বল্পতার জন্য মাছ ভেসে থাকে।
প্রতিকারঃ খামারীর খামারে গভীর বা অগভীর নলকূপের ব্যবস্থা না থাকলে আপদকালীন সময়ে অন্যভাবে পুকুরে পানি দেয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে, যে পুকুরে দ্রবীভূত অক্সিজেন স্বল্পতা হয়েছে সে পুকুরের পানি শ্যালো মেশিনের সাহায্যে উঠিয়ে পুকুরের অন্য স্থানে পুনরায় দেয়ার ব্যবস্থা করতে হবে। শ্যালো মেশিন উত্তোলিত পানি পুনরায় ঐ পুকুরে প্রবেশের সময় পাইপের অগ্রভাগ উপরের দিকে উঠিয়ে তার নীচে বাঁশের বড় ঝুড়ি পর পর কয়েকটি স্থাপন করলে পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি হবে এবং মাছের দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি পূরণ হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস