সমস্যা-৩০। একজন খামারী মনোসেক্স তেলাপিয়া একক চাষ করেন। পোনা প্রায় দুই মাস আগে মজুদ করেছেন। সম্পূরক খাবার হিসেবে বাজারের তেলাপিয়া ফিশ ফিড ব্যবহার করেন। হঠাৎ করে মাছ সম্পূরক খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। জাল টেনে মাছের শরীর প্রায় সব স্থানে লাল গোল চাকা দাগ দেখা যায়। চোখ ফলে বের হয়ে গেছে। দু একটি মাছের ক্ষত স্থান হতে রক্ত বের হচ্ছে। প্রতিকার বা করণীয় কি হতে পারে?
কারণঃ এটা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এই ব্যাকটেরিয়ার নাম Streptococus sp. মাছের সম্পূরক খাবার উপাদান বা পোনা প্রধানত ব্যাকটেরিয়ার বাহক হিসেবে কাজ করে। পুকুরের পানির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সাধারণত এ রোগের ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এছাড়া, সম্পূরক খাবারের উপাদান যদি ছত্রাকযুক্ত বা পঁচা হয় তবে সম্পূরক খাবারের উপাদান হতেও এ রোগের জীবাণু সংক্রামিত হতে পারে।
প্রতিকারঃ
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস