Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত জাটকা ইলিশ (২৫ সেমি এর ছোট ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


সমস্যা-৩১। প্রতিকার

সমস্যা-৩১। একজন খামারীর নার্সারি পুকুরে কার্প জাতীয় মাছের রেণু মজুদ করার পর পানির রং কালচে হয়ে গেছে। কারণ ও করণীয় কী?


কারণঃ নার্সারি পুকুরে মজুদকৃত রেণুর চাহিদার তুলনায় অতিরিক্ত সম্পূরক খাদ্য প্রয়োগ করলে পানির রং কালচে হতে পারে। এছাড়া, বর্ষার সময় পুকুরে বিভিন্ন স্থানের জৈব পদার্থ পানির সাথে পুকুরে প্রবেশ করলে পানির রং কালচে হওয়ার সম্ভাবনা থাকে।


প্রতিকারঃ

  • প্রাথমিকভাবে পুকুরে রেণুর চাহিদা মত সম্পূরক খাদ্য (প্রথম সপ্তাহ মোট রেণু মজুদের ২ গুণ পরিমাণ) প্রয়োগ করা যেতে পারে। 
  • এছাড়া, পুকুরে বাহির হতে কোন তরল বা জৈব বর্জ্য পুকুরে যাতে না প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। 
  • নার্সারি পুকুরে এরুপ অবস্থা হয়ে গেলে তাৎক্ষনিকভাবে বিঘা প্রতি ১০০ গ্রাম হারে অ্যামোনিল ও ১০ কেজি হারে জিওটক্স প্রয়োগ করা যেতে পারে। 
  • এছাড়া, পুকুরের শতকরা ১০ হতে ২০ ভাগ পানি বের করে সমপরিমাণ গভীর বা অগভীর নলকূপের পানি পুকুরে প্রয়োগ করা যেতে পারে।



বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd