Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত জাটকা ইলিশ (২৫ সেমি এর ছোট ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


সমস্যা:৫ প্রতিকার

 

সমস্যা- বৃষ্টির পর মাছ ভেসে ওঠে?

 

কারণঃ বৃষ্টির পর পানির পিএইচ কমে গেলে অক্সিজেন কমে যায় ফলে মাছ পানির উপর ভেসে উঠে খাবি খেতে থাকে। বজ্রসহ বৃষ্টিপাতের কারণে নাইট্রোজেন অক্সিজেনের সাথে সংশ্লেষিত হতে হতে নাইট্রেট আকারে পুকুরে পৌছে পানির সাথে মিশে মৃদু নাইট্রিক এসিডে রুপান্তরিত হয়। এত পুকুরে এসিডের পরিমান বেড়ে যায়, পিএইচ এর মান কমে যায়, যে কারনে অক্সিজেন কমে যেতে পারে। এছাড়রা পুকুরের পাড়ে বিভিন্ন জৈব পদার্থ পঁচা কিংবা অধাপঁচা অবস্থায় বৃষ্টির পানি পেয়ে পঁচতে থাকে এবং সেগুলি ধুয়ে বিভিন্ন জৈব এসিড যেগুলি গড়িয়েও পুকুরে জমা হয়ে থাকে, যাতে অক্সিজেন কমে যেতে পারে।

 

প্রতিকারঃ

  • চুন প্রয়োগ-শতাংশ প্রতি ১ কেজি।
  • বাঁশ পিটিয়ে/পাতিল দিয়ে ঢেউ তৈরী করে/সাঁতার কেটে পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ানো যায়।
  • নতুন পানি সরবরাহের ব্যবস্থা করা।
  • দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য অক্সিম্যাক্স-৫০০ গ্রাম/একর অথবা বায়োঅক্স-১ কেজি/একর অথবা অক্সিলাইফ-৫০০ গ্রাম/একর অথবা অক্সিমোর-৫০০ গ্রাম/একর অথবা অক্সিগোল্ড-১ কেজি/একর প্রয়োগ করা যেতে পারে। জিওলাইট এর সাথে মিশিয়ে প্রয়োগ করতে কার্যকারিতা বেশি পাওয়া যায়।