সমস্যা-৫। বৃষ্টির পর মাছ ভেসে ওঠে?
কারণঃ বৃষ্টির পর পানির পিএইচ কমে গেলে অক্সিজেন কমে যায় ফলে মাছ পানির উপর ভেসে উঠে খাবি খেতে থাকে। বজ্রসহ বৃষ্টিপাতের কারণে নাইট্রোজেন অক্সিজেনের সাথে সংশ্লেষিত হতে হতে নাইট্রেট আকারে পুকুরে পৌছে পানির সাথে মিশে মৃদু নাইট্রিক এসিডে রুপান্তরিত হয়। এত পুকুরে এসিডের পরিমান বেড়ে যায়, পিএইচ এর মান কমে যায়, যে কারনে অক্সিজেন কমে যেতে পারে। এছাড়রা পুকুরের পাড়ে বিভিন্ন জৈব পদার্থ পঁচা কিংবা অধাপঁচা অবস্থায় বৃষ্টির পানি পেয়ে পঁচতে থাকে এবং সেগুলি ধুয়ে বিভিন্ন জৈব এসিড যেগুলি গড়িয়েও পুকুরে জমা হয়ে থাকে, যাতে অক্সিজেন কমে যেতে পারে।
প্রতিকারঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস