Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা ১: প্রতিকার

 

সমস্যা- পানির উপর সবুজ স্তর রাতের বেলা মাছ ভাসে?

 

কারণঃ অতিরিক্ত শেওলার জন্য পানির রং সবুজ হয়। মোটা স্তর পরে যায়। রাতের বেলায় পানিতে অক্সিজেন কমে যায় এবং দিনের বেলা পিএইচ মান বেড়ে যায়। এ অবস্থায় মাছ পানির উপরিতলে খাবি খেতে থাকে। সাধারণত অতিরিক্ত সার কিংবা খাদ্য প্রয়োগ জনিত কারণে এটি হয়ে থাকে। কখনও কখনও খাদ্যে অতিরিক্ত আমিষ জাতীয় উপাদান থাকলে এটি দেখা যায়।

 

প্রতিকারঃ

 

  • পুকুরে সার ও খাদ্য প্রয়োগ সাময়িক বন্ধ করে দিতে হবে। সম্ভব হলে কমপক্ষে ১০% পানি বদল করে দিতে হবে।
  • শতকে দুইটি সিলভার কার্প বা পুরুষ তেলাপিয়া ছেড়ে দেওয়া যেতে পারে।
  • পুকুরে ক্ষুদিপানা ছেড়ে দেয়া যেতে পারে।
  • তুঁতে প্রয়োগ- শতাংশ প্রতি ১২-১৫ গ্রাম তুঁতে কয়েক ভাগ করে পানির উপরের স্তর থেকে ১০-১৫ সেমি নিচে কাপড়ের পোটলায় বাঁশের খুটিতে বেঁধে দিলে শেওলা কমে যাবে।
  • শতাংশ প্রতি ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।
  • বিঘা প্রতি ১ লিটার সিউইড পানিতে মিশিয়ে ছেটাতে হবে।
  • একুয়াক্লিন (৫মিলি/শতক/৪-৬ ফুট) প্রয়োগ করা যেতে পারে।
  • সিউইড (৩০ মিলি/শতক) অথবা অ্যাকুয়া ফটো (৩০ মিলি/শতক) অথবা ফাইটোসাইট (৩০ মিলি/শতক) অথবা নো অ্যালজি (২০ মিলি/শতক) পানিতে স্প্রে করে দিতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd