Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা:৭ প্রতিকার

 

সমস্যা- অক্সিজেন সঠিক মাত্রায় থাকার পরও মাছ ভাসে?

 

কারণঃ পুকুরের পানির রং কিছুটা লালচে। অধিকাংশ সময় মাছ উপরে ভেসে থাকে। গভীর বা অগভীর নলকূপের পানি দিলে দু -একদিন ভাসা কমে যায়, তারপর আবার ভাসে। প্রধান কারণ অনুমান নির্ভর খাদ্য ও সার প্রয়োগ। অনেক খামারী দ্রুত বৃদ্ধির জন্য চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য ও সার প্রয়োগ করে থাকেন। এতে পুকুরের তলদেশে জৈব পদার্থের পরিমান বেশি হয়। যা পচনের ফলে অ্যামোনিয়া তৈরী হয়। অ্যামোনিয়ার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য মাছ কম অ্যামোনিয়া সমৃদ্ধ উপরের স্তরে চলে আসে। অন্যান্য ক্ষতিকর গ্যাস যেমনঃ হাইড্রোজেন সালফাইড, মিথেন ইত্যাদির পরিমান সহনীয় মাত্রার বেশি হলে মাছ মারা যায়।

 

প্রতিকারঃ

  • জলাশয়ের পরিবেশ উন্নয়নের জন্য প্রতি শতকে ১৫০ গ্রাম হারে জিওলাইট প্রয়োগ করতে হবে।
  • সেই সাথে শতকে ১.৫-২.০ গ্রাম হারে অ্যামোনিল বা গ্যাসোনিল ব্যবহার করা যেতে পারে।
  • প্রতি মাসে প্রতি শতকে ২৫০ গ্রাম চুন ও ২৫০ গ্রাম খাবার লবণ প্রয়োগ করতে হবে।