Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা: ৯ প্রতিকার

 

সমস্যা-৯। বড় মাছের পুকুরে উকুন সমস্যা?

 

কারণঃ উকুনের নাম আরগুলাস। এরা আর্থোপোডা জাতীয় জলজ প্রাণি। এরা জলাশয়ের ভিতরে অবস্থিত শক্ত কোন বস্তু যেমন-ইট, পাথর, গাছের ডাল, গুঁড়ি ইত্যাদির উপর ডিম দেয়। সাধারণত অধিক মজুদ ঘনত্ব ও পুকুরে জৈব পদার্থের পরিমান বেশি হলে উকুন সমস্যা হয়ে থাকে।

 

প্রতিকারঃ

  • পুকুর থেকে ইট, পাথর, গাছের ডাল, গুঁড়ি ইত্যাদি তুলে ফেলতে হবে।
  • বিঘা প্রতি ৫ থেকে ৭ ফুট পানির গভীরতার জন্য ৪০ এমএল হারে বিপকর্ড বা ডেসিস বা এসিমেক পর পর তিন সপ্তাহ সন্ধ্যার সময় প্রয়োগ করতে হবে।
  • জৈব সারের ব্যবহার কমিয়ে দিতে হবে।
  • শতাংশ প্রতি ৫ থেকে ৭ ফুট পানির গভীরতার জন্য ২২ কেজি এর অতিরিক্ত মাছ থাকলে তা সরিয়ে দিতে হবে। তানাহলে ২০-২২ দিন পরপর উকুন হতে থাকবে।