Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা ১৩: প্রতিকার

 

 সমস্যা-১৩। পুকুরের মাছ হঠাৎ ছোটাছুটি করে ও মারা যায়?

 

 কারণঃ অ্যামোনিয়া টক্সিসিটি। সিলভার কার্প মাছ চক্রাকারে ঘুরতে থাকে এবং উপরের দিকে লাফ দিয়ে মারা যায়।

 

 প্রতিকারঃ

  • খাবার লবণ শতাংশ প্রতি ২৫০ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।
  • শতকে ২৫০ গ্রাম চুন ও ১৫০ গ্রাম জিওলাইট এবং ৩-৫ মিলি হারে ইউকা নির্যাস প্রয়োগ করতে হবে।
  • অ্যামোনিল-৩ মিলি/শতক বা বায়ো এ্যাকুয়া প্লাস-২ মিলি/শতক পানিতে সরাসরি ছিটিয়ে দিতে হবে।