Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা:২ প্রতিকার

 

সমস্যা- পানির উপর লাল স্তর বেলা বাড়ার সাথে সাথে লাল স্তর বাড়তে থাকে বিকেল বেলা লাল স্তরের মাঝে সবুজ রং দেখা যায়

 

কারণঃ ইউগ্লেনা নামক জলজ আগাছার জন্য এটি হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম Euglena sp. । এটি এক স্থান হতে অন্য স্থানে তার দেহের ফ্লাজেলার সাহায্যে চলাচল করতে পারে। দিনের বেলা সূর্যের আলোর সাহায্যে সালোক-সংশ্লেষন প্রক্রিয়ায় নিজের খাদ্য উৎপাদন করে। তাই বিকেলের দিকে লাল রং এর পাশাপাশি সবুজ রং দেখা যায়। সাধারণত মাছ খাবার হিবেবে ইউগ্লেনা গ্রহণ করে না। বৃষ্টিপাত বেশি হলে বৃষ্টির ফোঁটার আঘাতে এর বংশ বিস্তার ব্যহত হয়।

 

প্রতিকারঃ

  • ধানের খড় অথবা কলাপাতা পেঁচিয়ে দড়ি বানিয়ে পানির উপর দিয়ে টেনে তুলে ফেলে কমানো যায়।
  • শতাংশ প্রতি ১ কেজি হারে পাথুরে চুন টাটকা দলা অবস্থায় পুকুরের পাড়ে নিয়ে তাৎক্ষনিকভাবে পানি ছিটিয়ে (প্রতি কেজিতে ২০০ মিলি পানি) পাউডার বানিয়ে ঠান্ডা হলেই সতর্কতার সাথে ইউগ্লেনার স্তরের উপর ছিটিয়ে দেওয়া যেতে পারে। প্রয়োজনে একই মাপের চুনের আরও একটি ডোজ প্রয়োগ করা যায়।
  • প্রতি বিঘায় ২.৫ কেজি রসুন বেটে পানিতে গুলে প্রয়োগ।
  • প্রতিবার (২-৩ বার) শতাংশ প্রতি ১০০-১২৫ গ্রাম ইউরিয়া সার (১০-১২ দিন পরপর) ছিটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়।
  • শতাংশ প্রতি ১০০ গ্রাম হারে ফিটকিরিও ব্যবহার করা যায়।
  • পুকুরে শতাংশ প্রতি ৪/৫ ফুট গভীরতায় ১ গ্রাম পন্ডকেয়ার, ১ গ্রাম চিনি মিশিয়ে তিন ঘন্টা পর পুকুরে ছিটিয়ে দিতে হবে।
  • ডাইনেক্সট (২.৫ মিলি/শতক) সরাসরি পানিতে স্প্রে করে দিতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd