সমস্যা-২। পানির উপর লাল স্তর। বেলা বাড়ার সাথে সাথে লাল স্তর বাড়তে থাকে। বিকেল বেলা লাল স্তরের মাঝে সবুজ রং দেখা যায়।
কারণঃ ইউগ্লেনা নামক জলজ আগাছার জন্য এটি হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম Euglena sp. । এটি এক স্থান হতে অন্য স্থানে তার দেহের ফ্লাজেলার সাহায্যে চলাচল করতে পারে। দিনের বেলা সূর্যের আলোর সাহায্যে সালোক-সংশ্লেষন প্রক্রিয়ায় নিজের খাদ্য উৎপাদন করে। তাই বিকেলের দিকে লাল রং এর পাশাপাশি সবুজ রং দেখা যায়। সাধারণত মাছ খাবার হিবেবে ইউগ্লেনা গ্রহণ করে না। বৃষ্টিপাত বেশি হলে বৃষ্টির ফোঁটার আঘাতে এর বংশ বিস্তার ব্যহত হয়।
প্রতিকারঃ
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ | ০১৭৬৯৪৫৯৭৫৮ |
sufonageshwari@fisheries.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস