Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা: ৩ প্রতিকার

 

সমস্যা- পুকুরের পানি ঘোলা

 

কারণঃ বৃষ্টির ধোয়া পানিতে পুকুর ঘোলা হতে পারে। এর ফলে সূর্যের আলো পানিতে কম প্রবেশ করে, ফলে খাদ্য তৈরী হয় না। মাছের ফুলকা নষ্ট হয়ে যায়।

 

প্রতিকারঃ

  • চুন প্রয়োগ-প্রতি সপ্তাহে শতাংশ প্রতি ২০০-২৫০ গ্রাম হারে চুন প্রয়োগ করে যেতে হবে, যতদিন না পানির রং ফিরে না আসে। পাশাপাশি জৈব ও রাসায়নিক সার পরিমিত হারে প্রয়োগ অব্যাহত রাখতে হবে। অথবা
  • জিপসাপ-শতাংশ প্রতি ১.৫-২ কেজি।  অথবা
  • ফিটকিরি- ২৪০-২৪৫ গ্রাম/শতাংশ/৩০ সেমি গভীরতা
  • সিলভার কার্প ও কার্পিও মাছ কমিয়ে দিতে হবে।