Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ পর্যন্ত জাটকা ইলিশ (২৫ সেমি এর ছোট ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


সমস্যা:৪ প্রতিকার

 

সমস্যা- পুকুরে মাছ ভাসে বা খাবি খায়?

 

কারণঃ পানিতে অক্সিজেন কমে যাওয়ার কারণে এটা ঘটে থাকে।

 

প্রতিকারঃ

  • বাঁশ পিটিয়ে/পাতিল দিয়ে ঢেউ তৈরী করে/সাঁতার কেটে পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ানো যায়।
  • নতুন পানি সরবরাহের ব্যবস্থা করা।
  • দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য অক্সিম্যাক্স-৫০০ গ্রাম/একর অথবা বায়োঅক্স-১ কেজি/একর অথবা অক্সিলাইফ-৫০০ গ্রাম/একর অথবা অক্সিমোর-৫০০ গ্রাম/একর অথবা অক্সিগোল্ড-১ কেজি/একর প্রয়োগ করা যেতে পারে। জিওলাইট এর সাথে মিশিয়ে প্রয়োগ করতে কার্যকারিতা বেশি পাওয়া যায়।