Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ স্বাগতম।


সমস্যা:৬ প্রতিকার

 

সমস্যা- পুকুরে বড় মাছ কোন লক্ষণ ছাড়াই প্রতিদিন একটা দুইটা করে মারা যায়?

 

কারণঃ পুকুরের প্রাকৃতিক খাবার ভালো। সম্পূরক খাবারও ব্যবহার করা হয়। মাছের বৃদ্ধির হারও সন্তোষজনক। পুকুরের তলদেশে কাদার পরিমান কম। তবুও এ অবস্থা হতে পারে যদি পানিতে জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে নাইট্রাস অক্সাইড তৈরী হয়। অনেক সময় উর্বর পুকুরেও এটা হতে পারে। সহনশীল মাত্রার অতিরিক্ত নাইট্রাস অক্সাইড হলে মাছ কোন কারণ ছাড়াই মারা যায়।

 

প্রতিকারঃ

  • প্রতি শতাংশ জলায়তনে ৫ হতে ৭ ফুট গভীরতার জন্য ৩০০ গ্রাম লবণ গুলে প্রয়োগ করে ভাল ফল পাওয়া যায়।


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭৬৯৪৫৯৭৫৮
sufonageshwari@fisheries.gov.bd